রাঙামাটি । বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৩২, ১৯ অক্টোবর ২০২০

লংগদুতে ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি দীপংকর

লংগদুতে ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি দীপংকর

।। লংগদু (রাঙামাটি) প্রতিনিধি ।। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। 

রবিবার (১৮ অক্টোবর) রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি লংগদু সফর কালে এসব প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সফরকালে তিনি সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে লংগদু সরকারী মডেল কলেজের আইসিটি বিভাগের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

সেখানে কলেজে নির্মিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শণ শেষে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে মতবিনিময় সভায় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পাহাড়ে শিক্ষা উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। উপজেলাবাসীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এই কলেজকে জাতীয় করণ করা হয়েছে। আশাকরি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অর্জণ করে দেশের উন্নয়নে কাজ করে যাবে।

এ সময় লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন, রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, লংগদু সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার এমপি লংগদুতে সফরকালে প্রথমে উপজেলার গুলশাখালীতে যান সেখানে একটি নবনির্মিত মাদ্রাসা ভবন উদ্বোধন ও সীমান্ত প্রহরী উচ্চ বিদ্যালয় পরিদর্শণ করেন। এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মাণাধীন ৮৩ লাখ টাকা ব্যায়ে গুলশাখালী বর্ডারগার্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজ ক্যাম্পাসে মতবিনিময় করেন।

 

 

এতে রাজনগর বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোঃ নাজমুল ফরহাদ, উপঅধিনায়ক মেজর জাহিদুল ইসলাম, কলেজের শিক্ষাকগণ এলাকার জনপ্রতিনিধি সহ সফর সঙ্গীগণ উপস্থিত ছিলেন।

এরপরে দীপংকর তালুকদার এমপি লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ কোটি টাকা ব্যায়ে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা মিনি স্টিডিয়াম সংলগ্ন নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও দলীয় কার্যালয় ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়