রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:১৯, ২৪ অক্টোবর ২০২০

কাপ্তাইয়ে বিভিন্ন মন্দির পরিদর্শনে ইউএনও মুনতাসির

কাপ্তাইয়ে বিভিন্ন মন্দির পরিদর্শনে ইউএনও মুনতাসির

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। 

শুক্রবার মহাসপ্তমীতে তিনি এসব পূজামন্ডপ পরিদর্শন করেছেন। 

এ সময় তিনি রাইখালি ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প হরিমন্দির, শিলছড়ি শ্রী শ্রী মাতৃমন্দির দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন।  

পরিদর্শনকালে তিনি সকলকে সরকারের স্বাস্থ্য সুুুরক্ষা বিভাগের নির্দেশনা মেনে পুুূজা মন্ডপে আসার অনুরোধ জানান।

এ সময় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালীবাড়ির সভাপতি মিলন দে, সম্পাদক টিটু দেব, কেপিএম হরিমন্দিরের সভাপতি প্রকৌশলী স্বপন সরকার, সম্পাদক তপন মল্লিকসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সম্পাদক ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, টানা বর্ষণে কাপ্তাইয়ে সপ্তমীপূজার আনন্দে কিছুটা ভাটা পড়েছে। ওইদিন মন্দির গুলোতে ভক্তের উপস্থিতি অনেকটা কম ছিল। 

শনিবার (২৪ অক্টোবর) মহাঅষ্টমীতে ভক্তের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়