রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৫১, ৪ নভেম্বর ২০২০

রাজস্থলীতে এগ্রো ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এগ্রো ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা বেসরকারি এনজিও সংস্থা কারিতাস এগ্রো-ইকোলজি প্রোগ্রাম ও আশিকার যৌথ উদ্যোগে বুধবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মার্মা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মার্মা, প্রোগ্রাম অফিসার রুপনা দাশ এগ্রো ইকোলজি বান্দরবান, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, হেডম্যান উথিনসিন মারমা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উথান মারমা, বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ধনরাম কর্মকার, উদয় মেম্বার, ব্র্যাক ম্যানজার মোঃ মাসুকুর রহমান, চিংনুমং মারমা, ক্ষেত্র সহকারি মৎস্য অফিস, অনরা চাকমা, ঝুম ফাউন্ডেশনের ফ্যাসিলেটর। সভায় প্রকল্প বিষয়ে সাধন কৃঞ্চ চাকমা বিভিন্ন উন্নয়নমূলক এগ্রো ইকোলজি প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করেন।

প্রধান অতিথি বলেন, সকল উপকার ভোগিদের উৎপাদিত ফসল বাজারজাত করে কর্মসংস্থান বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করি। সভার শেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে এগ্রো-ইকোলজি প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম তদারকি করার জন্য আহবান জানান তিনি। এছাড়াও প্রকল্পের মেয়াদকাল সম্পর্কে  অবগত হয়ে বর্তমান চলমান কার্যক্রমের সার্বিক উন্নয়ন ও এগ্রো-ইকোলজি ফোরাম সভার সফলতা  কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়