রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২৪, ১০ জানুয়ারি ২০২১

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- মুজিববর্ষে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভা এলাকার পাহাড়ী ও বাঙালী অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন।

রবিবার (১০ জানুয়ারি) রাঙামাটি রিজিয়নের তত্বাবধানে ও ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় এই কার্যক্রমের নেতৃত্ব দেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল মো: রফিকুল ইসলাম পিএসসি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো: আব্দুর রাজ্জাক, জোনাল স্টাফ অফিসার মেজর মো: নাজমুল হাসান,  এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো: মামুদুর রহমান। 

ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র নিতে আসা উপকারভোগীরা জানান, সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগে আমরা খুবই খুশি।

বিতরণ কালে সদর জোন কমান্ডার লে: কর্ণেল মো: রফিকুল ইসলাম পিএসসি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী যে কোন ক্লান্তিকালে জনসাধারণের পাশে এসে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়