রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২১

অবশেষে স্পীলওয়ে খুলে দিয়ে কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণ

অবশেষে স্পীলওয়ে খুলে দিয়ে কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণ
স্পীলওয়ে খুলে দেওয়া হলে পানির তোড়ে কচুরিপানা ভেসে যেতে দেখা যাচ্ছে। ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

।। মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।। অবশেষে পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে খুলে দিয়ে কচুরিপানা পরিস্কার করল কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কাপ্তাই জেটিঘাট ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ইনটেক সংলগ্ন কাপ্তাই হ্রদে কচুরিপানার জট লেগেছিল। এতে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্নের সৃষ্টি হচ্ছিল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ৪টি গেইট খুলে পানির স্রোতকে কাজে লাগিয়ে এই কচুরিপানা গুলো পার্শ্ববর্তী কর্ণফুলি নদীতে ফেলে দেওয়া হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এটিএম আব্দুজ্জাহেরের নেতৃত্বে এই কচুরিপানা অপসারণ করা হয়।

তিনি জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার ইনটেক সংলগ্ন কাপ্তাই হ্রদে এবং কাপ্তাই জেটিঘাট এলাকার কয়েক কিঃ মিঃ এলাকায় কচুরিপানা ভরে গিয়েছিল। যার ফলে নৌ-চলাচলে অসুবিধাসহ পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইনটেকে এই কচুরিপানা আটকে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছিল। ফলে বৃহস্পতিবার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি গেইটের মধ্যে ৪ টি গেইটে প্রতিটিতে ৬ থেকে ৭ ফুট করে পানি ছাড়ার মাধ্যমে এই কচুরিপানা অপসারণ করা হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়