রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:০৫, ২০ নভেম্বর ২০২২

রাঙামাটিতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

রাঙামাটিতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

রাঙামাটিতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ‌‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি নাসরিন সুলতানা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহম্মেদ শফী, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমূখ। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ৪৯টি স্টলে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়।

ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনের আগে শহরের হ্যাপীড় মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়