কাপ্তাইয়ে অংশীজনের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা

কাপ্তাই এএসপি সার্কেল অফিসের সহযোগীতায় এবং বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাইয়ের আয়োজনে অংশীজনের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক এক আলোচনা ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উড সপ (পূর্ব) ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার।
এ সময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর শাহীনূর রহমান, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।