রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

নানিয়ারচরে চেঙ্গী নদীতে ডুবে প্রতিবন্ধী আয়শার মৃত্যুবাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪৪, ৪ জানুয়ারি ২০২৩

বিলাইছড়ির দুর্গম পাহাড়ী এলাকায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বিলাইছড়ির দুর্গম পাহাড়ী এলাকায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

“শান্তি-সম্প্রীতি-উন্নয়ন” এ মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিলাইছড়ির দুর্গম পার্বত্য এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এর মহতী পদক্ষেপ গ্রহণ করেছে বিলাইছড়ি সেনা জোন।

বুধবার (৪ জানুয়ারি) বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়ন এর বাঙ্গালকাটা এলাকায় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব (পিপিএম), (পিএসসি)।

বিলাইছড়ি সেনা জোনের এই উদ্যোগে এলাকার হতদরিদ্র মানুষ খুবই আনন্দিত। তাদের কষ্ট অনেকাংশে লাঘব হয়েছে। তারা যেন স্বস্তির স্বাদ ফিরে পেয়েছে। বিলাইছড়ি সেনা জোনের এ সকল মহতী উদ্যোগ এলাকার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছে। দুর্গম পাহাড়ী এলকায় সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় এলাকার জনগণ অত্যন্ত খুশি এবং তারা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে বিলাইছড়ি জোন এর পক্ষ হতে বলা হয়, “বিলাইছড়ি জোন তার সর্বোচ্চ প্রচেষ্ঠা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে বিলাইছড়ি জোন পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। ভবিষ্যতে বিলাইছড়ি জোনের এধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়”।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়