রাঙামাটি । রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রকাশিত: ১৭:০২, ৭ মে ২০২৪

রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং

রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং
ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (১ম ধাপ) উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের মাঝে আইন-শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)

মঙ্গলবার (৭ মে) সকালে নিউ পুলিশ লাইন্স মাঠে এই ব্রিফিং প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্য ও আনসার সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচন চলাকালীন সময়ে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য ও আনসার সদস্যদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করার নির্দেশ প্রদান করেন। পুলিশ সদস্য ও আনসার সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারীত্বের সাথে পালন করার মাধ্যমে একটি সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জাহেদুল ইসলাম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সাইকুল আহম্মেদ ভূঁইয়া, ডিআইও-১, ডিএসবি এস এম মোসাদ্দেকুল মওলা, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীসহ পুলিশ সদস্য ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।