রাঙামাটি । রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

সেনাবাহিনীকে জড়িয়ে আবারও ‘হিল ভয়েসের অপপ্রচার’পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:২৪, ৪ জুন ২০২০

মানুষ তুই মানুষ হবি কবে? - রুবেল

মানুষ তুই মানুষ হবি কবে? - রুবেল

মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন রুবেল হোসেন


সম্প্রতি ভারতের কেরালায় একটি গর্ভবতী হাতিকে নৃশংসভাবে হত্যা করেছে সেখানকার মানুষরা। এমন হত্যাকান্ডের বিপক্ষে গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়া। মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সে তালিকায় এবার যোগ দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার রুবেল হোসেন।

বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন রুবেল। সেখানে তিনি লেখেন, ‘বেশি কিছু লেখার ক্ষমতা নেই। কীই বা বলবো!১৫ বছরের অন্তঃসত্ত্বা হাতিটিকে কেরালার মানুষরা যেভাবে হত্যা করেছে, তাতে বলা কি কিছু সাজে??? আনারসের মধ্যে বাজি পটকা ভরে নৃশংস হত্যা!! আর অবলা হাতিটি নিজের বাচ্চা কে বাঁচাতে পুকুরে গেল, যাতে পেটের বাচ্চাটার ক্ষতি না হয়। যতই হোক, মা তো.... কিন্তু শেষ রক্ষা হয় নি।’

মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘কেরালার মানুষরা কত টা শিক্ষিত-অশিক্ষিত সে প্রশ্ন থাক!! প্রশ্ন টা উঠুক মানুষের মনুষ্যত্ব নিয়ে। করোনার ভ্যাকসিন হয়তো তৈরি হবে কোনোদিন, জীবন যুদ্ধে মানুষ আরো একধাপ এগিয়ে যাবে আবার, কিন্তু মানবিকতার দিক থেকে আমরা একদম তলানিতে পৌঁছে যাবো না তো? এই ধরনের নিকৃষ্টতম বীভৎসতা কেবলমাত্র মানুষের পক্ষেই দেখানো সম্ভব। এইসব ইতরদের শাস্তির আওতায় আনুন না হলে জনগণের সামনে ছেড়ে দেন।’ 

এই পেসার আরো লেখেন, ‘এরপরেও মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে দাবি করে? আমরা এই পৃথিবী ডিজার্ভ করিনা। যে অন্যায়, যে অবিচার ক্রমশ মানুষ করে যাচ্ছে তার শাস্তি অবশ্যই পাবে। প্রকৃতি কারো ঋণ রাখে না। সৃষ্টিকর্তা সব সুদে আসলে ফিরত দিয়ে দেয়। আজ যে পৃথিবীর এই অবস্থা সেটার জন্যও মানুষই দায়ী। মানুষের বিনাশ অনিবার্য। মানুষ তুই মানুষ হবি কবে?’

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়