রাঙামাটি । রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রকাশিত: ১৫:৪০, ২ নভেম্বর ২০২১

সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ দল


চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব বাংলাদেশের জন্য হতাশার অন্য নাম। প্রথম তিন ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে টাইগাররা। তবে এখনো সব শেষ হয়ে যায়নি। বেশ কিছু সমীকরণের ওপর নির্ভর করছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সেমিফাইনাল স্বপ্ন।

সেমির দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।

সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে থাকলেও পরাজয়ের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। 

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ফরম্যাটে ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের খরা কাটাতে ২০১৭ সালের পর প্রথমবারের মতো টেম্বা বাভুমার দলের মুখোমুখি হবে টাইগাররা।

আলোকিত রাঙামাটি