রাঙামাটি । সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৫:২৮, ১৪ অক্টোবর ২০২৩

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান এবং স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

শনিবার সকালে মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে দুইটি মন্দির ও একটি মসজিদ সংস্কার কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ব্যক্তিগত চিকিৎসা ও ঘর নির্মানের জন্য অস্বচ্ছল পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ প্রদান, বাইল্যাছড়ি স্কুল পাড়া এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়কের নেতৃত্বে নারী-পুরুষ সহ ৭৩০ জন পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। 

মানবিক সহায়তা প্রদান কর্মসূচীতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান ও জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন সহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে

জনপ্রিয়