রাঙামাটি । বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ১৮ বৈশাখ ১৪৩১

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৩৮, ২৫ অক্টোবর ২০২৩

আপডেট: ১০:৪০, ২৫ অক্টোবর ২০২৩

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ- ২০২৩

​​​​​​​নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে নামছে অস্ট্রেলিয়া

​​​​​​​নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে নামছে অস্ট্রেলিয়া

হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হারলেও সর্বশেষ দুই ম্যাচ জিতে বিশ্বকাপ লড়াইয়ে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, জয়ের ধারায় ফিরতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আরো একটি চমক দেখাতে চায় নেদারল্যান্ডস। দিল্লিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ভারতের কাছে ৬ উইকেটে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অজিরা। টানা দুই ম্যাচ হারে ব্যাকফুটে চলে যাওয়া দলটি তৃতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পায়।

শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। লংকানদের পর পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত জয় পায় তারা। পরপর দুই  জয়ে আসরে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

টানা দুই হারের পর দুই জয়ে অস্ট্রেলিয়া এখন আত্মবিশ্বাসী বলে জানান দলের ওপেনার ওয়ার্নার। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই জয়, অবশ্যই দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমি মনে করি, সামনের ম্যাচগুলোতে যেকোনো চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।’

অন্যদিকে, পাকিস্তানের কাছে ৮১ ও নিউজিল্যান্ডের কাছে ৯৯ রানে হারের পর দক্সিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় নেদারল্যান্ডস। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বিশ্বকাপে অঘটনের জন্ম দেয় ডাচরা।

এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও আপসেট ঘটাতে  চায় নেদারল্যান্ডস। দলের ওপেনার বিক্রমজিত বলেন, ‘অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তবে আমরাও অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। জয়ের জন্যই মাঠে নামবো আমরা।’

নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে আসরে হ্যাটট্রিক জয়ের স্বাদ পাবে অস্ট্রেলিয়া। শুধুমাত্র এবারের আসরের টানা তিন জয়ই নয়, বিশ্বকাপের মঞ্চেও নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের সুযোগ অজিদের।

বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। দু’ম্যাচেই জয় পেয়েছে অজিরা। ২০০৩ সালের আসরে ৭৫ রানে এবং ২০০৭ সালে ২২৯ রানে ম্যাচ জিতেছিলো অজিরা। সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ঐ দু’টি ম্যাচ খেলেছে দু’দল।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিড, পল ফন মিকেরেন, রুলফ ফন ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।

জনপ্রিয়