রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ২০:২৫, ১ এপ্রিল ২০২০

নানিয়ারচরে ১ একর জমির গাঁজা ক্ষেত ধ্বংস করলো সেনাবাহিনী

নানিয়ারচরে ১ একর জমির গাঁজা ক্ষেত ধ্বংস করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ১ একর জমিতে চাষ করা অবৈধ গাঁজা ক্ষেত শনাক্ত ও  ধ্বংস করেছে সেনাবাহিনী। 

আজ বুধবার (১ এপ্রিল ২০২০) সকাল ৯টায় নানিয়ারচর জোনের অধীনস্থ জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্প হতে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল জুরাপ্পাপাড়া ক্যাম্পের প্রায় ৩ কি: মি: উত্তরে তৈন্যপাড়া নামক দুর্গম পাহাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে গাঁজা খেত শনাক্ত ও সেনা সদস্যরা বিপুল পরিমাণ শনাক্তকৃত এ চাষকৃত গাঁজার গাছ জ্বালিয়ে ধ্বংস করে।

স্থানীয়রা জানায়, ১ একর জমিতে চাষ করা অবৈধ গাঁজা ক্ষেতটির মালিক জনৈক রিকু চাকমা। খোজ নিয়ে রিকু চাকমার নিজবাড়ীতে সেনা টহলদল গেলে, তিনি বাড়ীতে উপস্থিত না থাকায়, তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গাঁজা খেত শনাক্ত ও ধ্বংসকরণ বিষয়ে নানিয়াচর জোন কমান্ডার জানান, গয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি গহীন অরণ্য ও দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে জনবসতি তুলনামূলক কম এইরকম জায়গায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা গাঁজা চাষ করেছে। তারই ধারাবাহিকতায় আজ তৈন্যপাড়া নামক দুর্গম পাহাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে গাঁজা খেত শনাক্ত ও গাঁজার গাছ জ্বালিয়ে ধ্বংস করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়