কাপ্তাইয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ জেএসএস (সন্তু)’র সন্ত্রাসী আটক

রাঙামাটির কাপ্তাই জোন কর্তৃক ছাগল খাইয়াপাড়া এলাকা হতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ জেএসএস (সন্তু) দলের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা দিকে রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন এর বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক গোপন সংবাদের ভিত্তিত্বে ০১টি দেশীয় পিস্তল (এলজি), ০২ রাউন্ড এ্যামুনেশন, নগদ টাকা ৬,৮৩০ এবং ০২টি মোবাইলসহ অংহলা প্রু মারমা (৫৫) কে গ্রেফতার করা হয়।
তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (সন্তু) দলের সক্রিয় তথ্য প্রদানকারী, টোল আদায়কারী এবং ০১টি হত্যা মামলার আসামী। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, এ্যামুনেশন ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটককৃতকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়।
এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।