রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৯:২৬, ১ নভেম্বর ২০২১

ভারতকে একেবারে তুলাধুনা করে হারাল কিউইরা

ভারতকে একেবারে তুলাধুনা করে হারাল কিউইরা

ছবিঃ আইসিসি


ভারতীয় বোলারদের একেবারে তুলোধুনো করে হারালো নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ভারতের দেয়া মামুলি টার্গেট ১১১ রানের জবাবে, মাত্র দুই উইকেট হারিয়ে ৩৩ বল হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। এ নিয়ে টানা  টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের মুখ দেখলো বিরাট কোহলির দল। আট উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসনের দল।

ভারতের দেয়া ১১১ রানের জবাবে, নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে মাঠে নামেন মার্টিন গাপটিল এবং ডারিল মিচেল। শুরুতে ঝড়ো ইনিংস শুরু করলেও দলীয় ২৪ রানের মাথায় বুমরাহর বলে শারদুল ঠাকুরের কাছে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান গাপটিল। ১৭ বলে ৩টি চারের সাহায্যে ২০ রান করেন গাপটিল।

গাপটিল ডাগ-আউটে ফিরে গেলেও থেমে থাকেনি কিউই ব্যাটসম্যানদের ঝড়। ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে সাথে নিয়ে ৭২ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তুলেন ডারিল মিচেল। 

দলীয় ৯৬ রানের মাথায়, বুমরাহর বলে রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে ডাগ-আউটে ফিরে যান গাপটিল। মাত্র ৩৫ বলে ৪ চার এবং ৩ ছক্কার সাহায্যে গাপটিল করেন ৪৯ রানের ঝড়ো ইনিংস।

পরবর্তীতে ডেভন কনওয়েকে সাথে নিয়ে উইলিয়ামসন নির্ধারিত ১১১ রানের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন অপরাজিত ছিলেন ৩৩ রানে। 

ভারতের হয়ে কেবল বুমরাহই পেয়েছেন দুই উইকেট।

এর আগে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে এ ম্যাচে ইনিংস উদ্বোধনে নামেন লোকেশ রাহুল ও ঈশান কিষান। টপ অর্ডারে সুযোগ পেয়েও ব্যর্থ হন কিষান। মাত্র ৪ রানে আউট হন তিনি।

ইনিংস জুড়েই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। রাহুল ১৮, রোহিত শর্মা ১৪, বিরাট কোহলি ৯, রিশাভ পান্ট ১২ রানে সাজঘরে ফেরেন। এছাড়া ২৩ রান করেন হার্দিক পান্ডিয়া।

শেষ দিকে জাদেজার অপরাজিত ২৬ রানের ক্যামিওতে দলীয় শতক পার করে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে একাই ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ইশ সোধি দুটি এবং টিম সাউদি ও অ্যাডাম মিলনে একটি করে উইকেট শিকার করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়