রাঙামাটি । মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ মার্চ ২০২২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ-২২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪টি, হার ১৭টি। চারটি জয়ের প্রথমটি এসেছিলো ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। পরের দু’টি ২০১৫ সালে।

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো টাইগাররা। আর সর্বশেষ জয়টি ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। যেটি হয়েছিলো ইংল্যান্ডে। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় নেই।

এবারের সফরের আগে মোট তিনবার দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন সিরিজে ৮টি ম্যাচের সবগুলোতে হারে টাইগাররা। এছাড়া ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের এক ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটিও হারে টাইগাররা। ঘরের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট ৯ ম্যাচ খেলে সবগুলো হেরেছে বাংলাদেশ।

পরিসংখ্যান বলছে, ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন জয় নেই বাংলাদেশের। শুধুমাত্র ওয়ানডে নয়, টেস্ট ও টি-২০তেও কোন জয় নেই বাংলাদেশের। তবে এবার ‘নেই’ শব্দটা মুছে ফেলতে বদ্ধপরিকর বাংলাদেশ।

অবশ্য ওয়ানডে বলেই আত্মবিশ্বাসটা আকাশ সমান টাইগারদের। দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তেমনই ইঙ্গিত দিলেন। 

প্রথম ওয়ানডে নিয়ে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, অবশ্যই আমরা এখানে আন্ডারডগ হিসেবে এসেছি, এখানে আগে কোন ম্যাচ জিততে পারিনি। তবে এই ওয়ানডে দল নিয়ে আমরা আত্মবিশ্বাসী। লম্বা সময় ধরে এই সংস্করণে ভালো খেলেছি আমরা। এই সিরিজে আমাদের নামের পাশে আন্ডারডগ তকমা আছে। এটাই আমাদের বিশেষ কিছু করার সুযোগ দিচ্ছে। আমরা এমন কিছু করতে চাই, যা আগে কোন বাংলাদেশ দল এখানে করতে পারেনি।

নিজেদের কন্ডিশনে দক্ষিণ আফ্রিকা সেরা দল, সেটিও বলেছেন ডমিঙ্গো। সম্প্রতি ঘরের মাঠে ভারতকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ার, সেটিও মনে করিয়ে দিয়ে সর্তক তিনি।

ডমিঙ্গো বলেন, অবশ্যই ফেভারিট হিসেবে শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। নিজেদের কন্ডিশনে খেলবে, তাই তাদের হারানো কঠিন। আমাদের তুলনায় তারাই এগিয়ে থাকবে। তবে আমরা আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও আপাতত তা আমাদের সাথে মানিয়ে যায়।

দক্ষিণ আফ্রিকা শক্ত প্রতিপক্ষ হলেও, প্রতিন্দ্বন্দিতাপূর্ণ সিরিজের প্রত্যাশাও করেছেন ডমিঙ্গো। তিনি বলেন, আমরা একটি প্রতিন্দ্বন্দিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। কারন দলের সবাই তাদের ভূমিকা সম্পর্কে ভালো জানে। নিজেদের কাজটা ভালোভাবে করতে পারলে, ভালো কিছু সম্ভব হবে।

শুধুমাত্র ‘বিশেষ কিছু’ করে সিরিজ জয়ই প্রধান লক্ষ্য না বাংলাদেশের। সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায়, টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করার মিশন বাংলাদেশের। এখন পর্যন্ত ১৫ ম্যাচে ১০ জয়, ৫ হারে ১০০ পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলাদেশ।

সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সুপার লিগের প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট পায় বাংলাদেশ। সুপার লিগের ১৩ দলের মধ্যে আয়োজক ভারতসহ আট দল ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পাবে।

সুপার লিগে বাংলাদেশের অবস্থান যতটা শক্তপোক্ত, দক্ষিণ আফ্রিকার ততটা না। এখন অবধি ১০ ম্যাচে ৩ জয়, ৫ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারনে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে প্রোটিয়ারা।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফল থেকেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে ঐ ম্যাচে হারের স্মৃতি এখনও পীড়া দেয় দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি সেটি মনে করিয়ে দিলেন।

জনপ্রিয়