রাঙামাটি । বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ১৮ বৈশাখ ১৪৩১

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:২৩, ২৩ অক্টোবর ২০২৩

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বিশ্বকাপ অভিষেকেই নুরের উইকেট

বিশ্বকাপ অভিষেকেই নুরের উইকেট
নুর আহমেদ

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে পাকিস্তান। যেখানে আফগানদের হয়ে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছেন নুর আহমেদ। আর তাতেই বল হাতে বাজিমাত করেছেন তরুণ এ বাঁ-হাতি স্পিনার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২২.৩ ওভারে দুই উইকেটে ১১০ রান।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। দু’জনের অনবদ্য ব্যাটিংয়ে অষ্টম ওভারে দলীয় অর্ধশতকের দেখা পায় পাকিস্তান।

প্রথম পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান যোগ করেন ইমাম ও শফিক। তবে দ্বিতীয় পাওয়ার প্লে শুরু হতেই পাক শিবিরে আঘাত হানে আজমতউল্লাহ ওমরজাই। তার বলে নাভিন উল হকের তালুবন্দী হন ১৭ রান করা ইমাম।

ইমাম ফিরলেও একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিতে থাকেন শফিক। সেই ধারাবাহিকতায় ইনিংসের ১৯তম ওভারে রশিদ খানের বলে দুই রান নিয়ে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান তিনি। চলতি আসরে এটি তার দ্বিতীয় অর্ধশতক।

অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি শফিক। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই শফিককে লেগ বিফরের ফাঁদে ফেলেছেন নুর আহমেদ। আউট হওয়ার ৫৮ রান করেন তিনি।

অন্যপ্রান্তে বাবর আজমও আছেন ফিফটির পথে। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান।

জনপ্রিয়