রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৪:৩২, ২৩ জুন ২০২২

রাঙামাটিতে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

রাঙামাটিতে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

পারিবারিক কার্ডধারীদের মাঝে রাঙামাটিতে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাঙামাটির মগবান এলাকায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় রাঙামাটি জেলা সদর উপজেলার মগবান ইউনিয়নের ১ হাজার ১শ’ ৩৭ জন কার্ডধারীর কাছে টিসিবি’র এসব পণ্য বিক্রয় করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে।


ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পেরে খুশি গ্রাহকরা। একইসাথে পণ্য বিক্রি বাড়ানোর কথা বলছেন ক্রেতারা।

প্রথম পর্যায়ে যারা ফ্যামিলি কার্ডে পণ্য পেয়েছে, সে কার্ডের ভিত্তিতে আবারো বিতরণ করা হচ্ছে জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রাঙামাটিতে মোট ৮৭ হাজার ২শ’ ৪০টি পরিবারকে দেয়া হবে টিসিবির পণ্য। টিসিবি’র পণ্যে জনপ্রতি ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল বিক্রয় করা হয়।

জনপ্রিয়