রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৪২, ২৯ জুন ২০২০

যেভাবে ডুবেছে মর্নিং বার্ড লঞ্চটি

যেভাবে ডুবেছে মর্নিং বার্ড লঞ্চটি

সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড লঞ্চটি। সদরঘাটে ভেড়ানোর উদ্দেশ্যে দাড়িয়েছিলো এটি। এর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় লঞ্চে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে পারলেও অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মরদেহ উদ্ধারে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড।

বুড়িগঙ্গা বেয়ে চলছিল দুটি যাত্রীবাহী লঞ্চ। বড়টি ‘ময়ূরী-২’, ছোটটি ‘মর্নিং বার্ড’। একটির তুলনায় আরেকটি ‘পাহাড়সমান’। সামনে ছিল মর্নিং বার্ড। পেছনে ময়ূরী। একটির পেছনে আরকটি চলছিল অনেক্ষণ। হঠাৎই ময়ূরীর ভয়াবহ ধাক্কা খায় মর্নিং বার্ড। শুধু ধাক্কা নয়, বলতে গেলে একেবারে পিষে ফেলে প্রায় ১০০ জন আরোহীর লঞ্চটিকে।

সোমবার সকালে ঘটে যাওয়া ভয়াবহ এই ঘটনার ভিডিও এরইমধ্যে বেরিয়েছে। তাতে দেখা গেছে, এই মর্মান্তিক দৃশ্য। ঘটনার পর ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা থেকে সংগ্রহ করা হয় ওই ভিডিও। ইতোমধ্যেই এটি ভাইরাল হয়ে গেছে।

একনজরে দেখে নিন যেভাবে ডুবেছে লঞ্চটি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়