রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৪:১৮, ১২ এপ্রিল ২০২১

লংগদুতে হ্রদে ফুল ভাসিয়ে শুরু হল বৈসাবি উৎসব

লংগদুতে হ্রদে ফুল ভাসিয়ে শুরু হল বৈসাবি উৎসব

।। লংগদু প্রতিনিধি ।। হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটির লংগদু উপজেলায় শুরু হয়েছে পাহাড়িদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, বিষু, সাংগ্রাই উৎসব তথা বৈসাবি উৎসব।

সোমবার (১২ এপ্রিল) সকালে লংগদুতে হ্রদের পানিতে ফুল ভাসিয়ে শুরু হয় তিনদিন ব্যাপী এই বৈসাবি উৎসব। করোনা ও লকডাউনের বিধি নিষেধের কারণে বৈসাবি উৎসবের আমেজ নেই পাহাড়ি পল্লিগুলোতে।

সোমবার প্রথম দিন হবে ফুল বিজু। পরের দিন হবে মূল বিজু। মূল বিজুতে পাহাড়িদের ঘরে ঘরে চলে দাওয়াত, থাকে নানান খাবার আয়োজন। তৃতীয় দিনে মারমা সম্প্রদায়গণ ঐতিহ্যবাহী পানি খেলার উৎসব পালন করে।

করোনার প্রভাব এসব আনন্দ উৎসবকে নিরানন্দ করে দিল। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়