রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৩৪, ১ জুলাই ২০২১

নানিয়ারচরে চলছে কঠোর লকডাউন, মাঠে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী

নানিয়ারচরে চলছে কঠোর লকডাউন, মাঠে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী
লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। 

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলায় করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। 

কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে দূর্গম নানিয়ারচরে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সরকারি নিয়ম অনুযায়ী কাঁচাবাজার, মুদি দোকান ও ফার্মেসী বাদে বন্ধ রয়েছে সকল দোকান পাট। মোটরসাইকেল, অটোরিকশা সহ কোন প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় সফল ভাবেই পালিত হচ্ছে লকডাউন।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শনে মাঠে নেমেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। 

সকালে নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) উপ-অধিনায়ক মেজর এস এম রুবাইয়াত হোসেন, পিএসসি উপজেলার সদর বাজার, ঘিলাছড়ি, বুড়িঘাটসহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন।

এ সময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার নূয়েন খীসা, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। 

কঠোর লকডাউন বাস্তবায়ন করার লক্ষে উপজেলার সড়কে বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিপির সদস্যদের টহল রয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়