নানিয়ারচরে পরিবার পরিকল্পনার ৩ দিনের বিশেষ সেবা ক্যাম্প

রাঙামাটির নানিয়ারচর উপজেলার চারটি ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রে ৩ দিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্প করেছে উপজেলা পরিবার পরিকল্পনা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা জানায়, গত ২০ সেপ্টেম্বর হতে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার সাবেক্ষং, নানিয়ারচর, বুড়িঘাট, চারটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৩ দিনের বিভিন্ন বিষয়ে বিশেষ সেবা দিয়েছে নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
গর্ভকালীন সেবা, প্রসবোত্তর সেবা, নবজাতক সেবা, কিশোর-কিশোরী সেবা, শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, সাধারণ রোগের চিকিৎসা, পুষ্টিসেবা, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিয়ে স্যাটেলাইট ক্লিনিক, মা সমাবেশ, উঠান বৈঠকসহ বিভিন্ন ধরনের সেবা নিয়ে বিশেষ সেবা দিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা।