রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

সুমন্ত চাকমা (জুরাছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:০৬, ৯ অক্টোবর ২০২২

আপডেট: ১০:৩৮, ১০ অক্টোবর ২০২২

জুরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

জুরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

জুরাছড়ি উপজেলা বাজারে অগ্নিকাণ্ডে ৪০-৫০টি দোকান ও বসতঘর পুরে ছাই হয়ে গেছে। রবিবার বেলা ৩টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সঠিকভাবে কেউ দিতে পারেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় জনসাধারণ ও পুলিশ, সেনাবাহিনী আগুন নিভানোর চেষ্টা চালায়। তবে আগুনের শিখা বৃদ্ধি পাওয়ায় নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। কিছু কিছু দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হলেও অধিকাংশ পুড়ে গেছে। 


এদিকে, সেনাবাহিনী জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হকের নেতৃত্বে ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম নেতৃত্বে পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা তাৎক্ষণিক পরির্দশন করেছেন। এ সময় সুরেশ কুমার চাকমাসহ স্থানীয়রা দাবী করেন ফায়ার স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতি পরিমান বৃদ্ধি পেয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম জানান, আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। আগুন নিয়ন্ত্রণে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের টিম রওনা করেছে।

জনপ্রিয়