রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (লংগদু) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:০৮, ১১ অক্টোবর ২০২৩

লংগদুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লংগদুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাঙামাটির লংগদু উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন-২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।

এ সময় মাইনীমুখ হরিমন্দির, তিনটিলা রাধাঁকৃষ্ণ সেবাশ্রম, মাইনীমুখ জালিয়াপাড়া শিব মন্দিরে দুর্গাপূজা উদযাপন কমিটি ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইউএনও সাইফুল ইসলাম বক্তব্যে বলেন, লংগদু উপজেলায় যাতে শান্তিপূর্ণ ও আনন্দ উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কেউ যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে।

সম্পর্কিত বিষয়: