রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:১৭, ৫ মে ২০২০

ধান ক্রয়ে সহযোগিতা করতে কৃষক লীগের কমিটি গঠনের নির্দেশ

ধান ক্রয়ে সহযোগিতা করতে কৃষক লীগের কমিটি গঠনের নির্দেশ

বোরো ধান ক্রয়ে কৃষকদের সহযোগিতা করা ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা পর্যবেক্ষণ করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কৃষক লীগ।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত ওই চিঠি গত রোববার সংগঠনের জেলা উপজেলা পর্যায়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় সরকার ২০২০ সালে সারা বাংলাদেশে ৮ লাখ মেট্রিক টন বোরো ধান কৃষকের কাছ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছেন।

চিঠিতে আরও বলা হয়, জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে সাত সদস্যবিশিষ্ট কৃষকলীগের অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করে ফোন নম্বারসহ তালিকা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অথবা দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক অথবা অনলাইনে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

সূত্রঃ jagonews24.com

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়