রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:০৩, ৩ জুলাই ২০২১

লকডাউনের তৃতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী

লকডাউনের তৃতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ। এদিন রাঙামাটিতে সাপ্তাহিক হাটের দিন হওয়ায় সকাল থেকে মাঠে রয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। তিনি রিজার্ভ বাজার, বনরুপা, তবলছড়িসহ শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, রাঙামাটিবাসী স্বাস্থ্য বিষয়ে অনেক সচেতন। রাঙামাটিবাসী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের কম হয়, আর বের হলেও তারা মাস্ক ব্যবহার করছে। রাঙামাটিবাসী আর একটু সচেতন হলে আমরা এই করোনাভাইরাস থেকে রক্ষা পাবো।

তিনি আরো জানান, মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিমসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কাজ করছে।

এ সময় তারা বিভিন্ন পয়েন্টে গাড়ী চেক পোষ্ট চেক করাসহ অকারণে যারা ঘোরাঘুরি করছে, তাদের বাড়ীতে পাঠিয়ে দেয়। 

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় পুলিশের বেশ কয়েকটি টিম থাকলেও মাঠে মোবাইল টিমে রয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর বেশ কয়েকটি মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করতে দেখা গেছে। 

এছাড়া লকডাউন কার্যকরে রাঙামাটি জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিম মাঠে কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশ, আর্মড ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত রয়েছেন।

এদিকে, লোকজন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে বের হলেও মোবাইল টিমের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।

 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়