রাঙামাটি । রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৮:২৭, ১২ এপ্রিল ২০২০

মাটিরাঙ্গায় ২৮ বস্তা সরকারি চাল আটক

মাটিরাঙ্গায় ২৮ বস্তা সরকারি চাল আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কালো বাজারে বিক্রি হওয়া খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ২৮ বস্তা সরকারি চাল আটক করেছে স্থানীয়রা।

রোববার সকালে উপজেলার গোমতি ইউপির বলিচন্দ্র কার্বারি পাড়ায় হাসেম নামে এক ব্যক্তির কাছ থেকে ৩০ কেজি ওজনের ২৮ বস্তা চাল উদ্ধার করে স্থানীয় জনগণ।

সরকারি চাল গোপনে চুরি হওয়ার খবর পেয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আহম্মেদ সালেহ নামে এক যুবক।

ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দামের চাল বিক্রি জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়। সেই চাল বিতরণ না করে চালের ডিলার মো. মোমিন ২৮ বস্তা চাল স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। পরে স্থানীয়রা ওই চাল ক্রেতার বাড়িতে গিয়ে আটক করে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটিরাঙ্গার ইউএনও বিভীষণ কান্তি দাশ এসব চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এই ঘটনায় ক্রেতা মো. হাশেমকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে ডিলার মোমিন মিয়া পলাতক রয়েছেন।

ইউএনও বিভীষণ কান্তি দাশ জানান, স্থানীয়দের মাধ্যমে চাল আটকের খবর পেয়ে ২৮ বস্তা চাল উদ্ধার করি। এই ঘটনায় ডিলার এবং ক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া দায়িত্বপ্রাপ্ত অফিসারের কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

আলোকিত রাঙামাটি