রাঙামাটি । রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ০৮:৪৯, ১৬ মার্চ ২০২২

আপডেট: ০৯:০৬, ১৬ মার্চ ২০২২

বান্দরবানের লামায় ইট বোঝায় ট্রাক গভীর খাদে পড়ে ২ শ্রমিক নিহত

বান্দরবানের লামায় ইট বোঝায় ট্রাক গভীর খাদে পড়ে ২ শ্রমিক নিহত
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

বান্দরবানের লামায় ইট বোঝাই ডাম্পার ট্রাক খাদে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাঁঠাল ছড়া ত্রিপুরা পাড়া সড়কের শামুকছড়া এলাকায় ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নিহতরা মো. মিরাজ (২০) এবং মো. রিয়াজ (২৩)। এ ঘটনায় মো. হাসেম (২০) নামের এক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরা সবাই নোয়াখালী জেলার মাইজদী উপজেলার বাসিন্দার ইট ভাটার শ্রমিক। 

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত হাসেমকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, লামায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক মারা গেছে। আহত একজনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত বিষয়: