রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৪৯, ৪ ডিসেম্বর ২০২২

আপডেট: ১০:৫২, ৪ ডিসেম্বর ২০২২

পর্যটক ভ্রম‌ণে বান্দরবানের ৩ উপ‌জেলায় আবা‌রো নি‌ষেধাজ্ঞা

পর্যটক ভ্রম‌ণে বান্দরবানের ৩ উপ‌জেলায় আবা‌রো নি‌ষেধাজ্ঞা
ফাইল ছবি

আবা‌রো বান্দরবানের রোয়াংছড়ি, রুমা‌র ও থান‌চি‌তে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা আজ রবিবার (৪ ডি‌সেম্বর) ‌থে‌কে (১১ ডি‌সেম্বর) পর্যন্ত ৮ দিন বাড়া‌নো হয়েছে। এ নি‌য়ে ১০ম বা‌রের মতো পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা বাড়‌লো।

শনিবার (৩ ডি‌সেম্বর) বিকে‌লে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানা গেছে। 

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার রোয়াংছ‌ড়ি, রুমা ও থান‌চি‌তে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এ জন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা রোববার (১১ ডি‌সেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।  

বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোয়াংছড়ি, রুমা ও থান‌চি এ তিন উপ‌জেলায় পর্যটক‌দের ভ্রম‌ণে আবা‌রো ৮ দিনের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। বাকি উপ‌জেলায় পর্যটকরা ভ্রমণ কর‌তে পার‌বেন।

জনপ্রিয়