রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৪৮, ২৩ জুলাই ২০২০

নমিতা ঘোষের চিকিৎসায় ২১ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

নমিতা ঘোষের চিকিৎসায় ২১ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ। বর্তমানে তিনি ক্যান্সার ও চোখের সমস্যায় ভুগছেন। তার চিকিৎসার জন্য ২১ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার নমিতা ঘোষের পরিবারের কাছে এই অনুদানের টাকার চেক পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে স্বাধীনতা সংগ্রামে পরোক্ষভাবে অংশ নেন নমিতা ঘোষ। গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, যুগিয়েছেন সাহস। তিনি গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহেও অবদান রাখেন।

আলোকিত রাঙামাটি