রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:০৯, ২০ জানুয়ারি ২০২০

লংগদুতে ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ৪দিন ব্যাপী সচেতনতামূলক সভা

লংগদুতে ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ৪দিন ব্যাপী সচেতনতামূলক সভা

রাঙামাটির লংগদুতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে, উপজেলা পরিষদের উদ্যোগে, উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের পরিচালনায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভ টিজিং ও যৌতুক বিরোধী ৪ দিনব্যাপী সচেতনতামূলক সভা করা হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এই সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ও উদ্বোধন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সালমা বেগম ও উন্নয়ন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর টিন্টু চাকমা।

এ সময় লংগদু গার্লস উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রী ও  শিক্ষকগণ এতে অংশ গ্রহণ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়