রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৩৩, ২ মার্চ ২০২০

জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজস্থলীতে র‍্যালী ও আলোচনা সভা

জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজস্থলীতে র‍্যালী ও আলোচনা সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাজস্থলী উপজেলা নির্বাচন কার্যা লয়ের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে (২ মার্চ) সোমবার সকালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোটার দিবসে ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ার অংশ নিবো’ এই প্রতিপাদ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে একটি র‍্যালী উপজেলার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়ার উপস্থাপনায় সভাপতিত্ব করেন, ইউএনও শেখ ছাদেক। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।

বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান,সমাজ সেবা কর্মকর্তা জাফর আহাম্মদ, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার সবিনয় চাকমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গনতন্ত্রের অধিকার রক্ষা করা সহ বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের ভোটার অধিকার ফিরে দিয়েছেন। ছাত্র-ছাত্রীদের ১৮ বছর পূর্ণ হলে ভোটার হওয়ার আহবান জানান বক্তারা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়