রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৬, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে নানিয়ারচর সেনা জোনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ

করোনাভাইরাস প্রতিরোধে নানিয়ারচর সেনা জোনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ নানিয়ারচর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন এবং রাঙামাটি রিজিয়নের নির্দেশক্রমে প্রান্তিক পর্যায়ের সাধারণ জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানিয়ারচর সেনা জোন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

করোনা ভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার (২৫মার্চ২০) সকাল থেকে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে জনগনের মাঝে সচেতনতা তৈরীর নিমিত্তে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। বিশেষ করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিদেশ হতে আগত ব্যক্তিবর্গ যাতে সরকারী নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টাইনে অবস্থান করে তা নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। 

নানিয়ারচর সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কাইয়ুম হোসেন (পিএসসি) জানান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে নানিয়ারচর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমন রোধকল্পে কোথাও যাতে অযাচিত লোক সমাগম না হয় এবং সাধারন মানুষ যাতে এ সংক্রান্ত সরকারী নির্দেশনাসমূহ মেনে চলেন সেজন্য সকলকে প্রেষনা প্রদান করা হচ্ছে। পাশাপাশি করোনা ভাইরাসের লক্ষন, বিস্তার ও প্রতিরোধ বিষয়ে জনগনকে সচেতন করার ব্যাপারে সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ভবিষ্যতে যেকোনও দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে সেনাবাহিনী কাজ করে যাবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়