রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৪০, ১৪ মে ২০২০

রাজস্থলীতে ৩ করোনা সন্দেহ রোগীর রিপোর্টে ১ জন পজেটিভ ২ জন নেগেটিভ

রাজস্থলীতে ৩ করোনা সন্দেহ রোগীর রিপোর্টে ১ জন পজেটিভ ২ জন নেগেটিভ

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় করোনা সন্দেহে তিন জন করোনা রোগী নমুনা সংগ্রহ করে গত বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম ভেটেরেনারী ও এ্যানিমেন্স সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

এ রির্পোটের মধ্যে অংসিনু মারমা নামক একজনের পজেটিভ আরো বাকি দুই জনের নেগেটিভ আসছে বলে এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা জানান, তাদের মধ্যে কোন সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। ইতিপূর্বে তারা ঢাকায় করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করলে রিপোর্টে নেগেটিভ আসছে বলে জানান। তাদের কে আইসোলেশনে রাখা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা আরো জানান, যার কাছে করোনার পজেটিভ পাওয়া গেছে তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়