রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:২৫, ১৩ জুলাই ২০২০

বাঘাইছড়িতে পাহাড়ধসে সদরের সাথে খেদারমারা ইউনিয়নের যোগাযোগ বন্ধ

বাঘাইছড়িতে পাহাড়ধসে সদরের সাথে খেদারমারা ইউনিয়নের যোগাযোগ বন্ধ

|| বাঘাইছড়ি প্রতিনিধি || রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে উপজেলা সদর ও খেদারমারা ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে খেদারমারা ইউনিয়নের কয়েক হাজার পরিবার।

উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম কাচালং বাজার ও খেদারমারা ইউনিয়নের সড়কের থানা এলাকায় পাহাড় ধস হওয়ায় এই দুর্ভোগে পড়ে কয়েক হাজার মানুষ। 

১২ জুলাই গভীর রাতে এই পাহাড় ধসে পড়ে বলে জানায় স্থানীয়রা। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পথে আসা যাওয়া করতে হচ্ছে এতে বাড়তি সময়ের পাশাপাশি জীবনের ঝুঁকিও রয়েছে প্রচুর। 

খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান সন্তুষ কুমার চাকমা দুর্ভোগের কথা শিকার করে বলেন, যেখানে পাহাড় ধস হয়েছে সেটি বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডে পড়েছে বিষয়টি নিয়ে আমি মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সাথে কথা বলে দ্রুত্ব মেরামতের জন্য অনুরুধ করেছি।

এদিকে পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম মিঠু বলেন, আমার এলাকায় ৪ জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে আমি মেয়র কে অবগত করেছি। মেরামতের জন্য অনেক টাকা দরকার তাই নিজ উদ্যোগে কাজ করতে গিয়েও পিছিয়ে এসেছি।

পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কয়েকটি জায়গায় ধস হয়েছে আমি বিষয়টি জেনেছি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকার লোকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছি এবং শীঘ্রই সড়কের মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করা হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়