রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৩:৪৮, ১৭ এপ্রিল ২০২১

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায়

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায়

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলা প্রশাসন করোনাকালিন কঠোর অবস্থানে থেকে লকডাউন কার্যক্রম পরিচালনা করছে। একের পর এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালোনা করে সর্তক করা হচ্ছে।

তেমনি শনিবার (১৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান কাপ্তাই জেটিঘাট ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

মাস্ক না পরা, সরকারী নীতিমালা অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১৮৬০ দণ্ডবিধি মোতাবেক ৫টি মামলায় ২ হাজার ১শ' টাকা এবং সড়ক পরিবহণ আইন অমান্য করায় দু'টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, আমরা চাই সকলে সরকারের নিয়ম-নীতি মেনে চলুন। করোনা কালিন মাস্ক ব্যবহার করুন। আইন এবং নীতিমালা না মানলে আরো কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী ভ্রাম্যমান আদালতকে সহয়তা করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়