রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:১৬, ২৩ জুলাই ২০২১

রাজস্থলীতে রিপন হত্যা মামলায় জেএসএস (সন্তু)’র এক সন্ত্রাসী আটক

রাজস্থলীতে রিপন হত্যা মামলায় জেএসএস (সন্তু)’র এক সন্ত্রাসী আটক

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির রাজস্থলীতে গোপন সংবাদের ভিত্তিতে মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন (রিপন) হত্যা মামলার জেএসএস (সন্তু)’র এক সন্ত্রাসীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর নাম ক্যাসাচিং মারমা (৩০)। সে বান্দরবান জেলার রাজভিলা ইউনিয়নের উদালবুনিয়া এলাকার মুইসামং মারমার ছেলে বলে জানা গেছে।

এর আগে রিপন হত্যা মামলায় আরো ২ জন আসামী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের অক্টোবরের ০৯ তারিখ রাজস্থলী বাজারের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন (রিপন) কে অতর্কিত ভাবে পাহাড়ি সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় জালাল উদ্দিন (রিপন)।

এ বিষয়ে রিপনের পরিবার বাদী হয়ে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করেন, মামলা নং ০১/০৯/১০/২০২০ ধারা, ১৪৩.৪৪৮.৩০২.১২০.খ ৩৪।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান জানান, মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন (রিপন) হত্যা মামলার আসামী সন্ত্রাসী ক্যাসাচিং মারমা কে আটক করা হয়েছে। তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়