রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৫১, ১৭ আগস্ট ২০২১

সিরিজ বোমা হামলা: রাঙামাটিতে ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন

সিরিজ বোমা হামলা: রাঙামাটিতে ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাতের যোগসাজশে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী জেএমবি কর্তৃক দেশের ৬৩টি জেলায় ৫ শতাধিক স্থানে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।

এ সময় কালো পতাকা উত্তোলন, নিরবতা পালন ও আলোচনা সভা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কালো পতাকা প্রদর্শন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ-সভাপতি কলিম উদ্দিন, শিমুল দাশ, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি ও জামায়াতের আশ্রয়ে সেদিন সিরিজ বোমার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিলো। তারা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না। আর বর্তমানে মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনে কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণ নির্বিঘ্নে জীবন যাপন করছে। তাই হামলাকারী পলাতক জঙ্গিদের ও এই হামলার মদদ প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়