রাঙামাটি । মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ২৩ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:১২, ২১ ফেব্রুয়ারি ২০২২

বাঙ্গালহালিয়ায় মহান মাতৃভাষা দিবস পালিত

বাঙ্গালহালিয়ায় মহান মাতৃভাষা দিবস পালিত

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে এক বিশাল র‍্যালী বের হয়। র‍্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আলাদাভাবে শহীদ মিনারে শহীদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, হ্লাথোয়াই মারমা গঞ্জ, ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার, আইন বিষয়ক সম্পাদক শামসুল আলম, মিজানুর রহমান, পুলক চৌধুরী, প্রবীর দত্ত, ইউপি সদস্য কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, মাসুম সরদার, রাহুল বড়ুয়া, বিকাশ বিশ্বাস, মাসুম তালুকদার, ক্যাসুইথুই মারমা, জনি তালুকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়