রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:২৯, ১৮ মে ২০২২

কাপ্তাইয়ে মহিলাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কাপ্তাইয়ে মহিলাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
কাপ্তাই ইউনিয়নে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করছেন ইউএনও মুনতাসির জাহান।

২০২১-২২ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় কাপ্তাই উপজেলাধীন ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার (১৮ মে) থেকে ৭ দিনব্যাপী মহিলাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালায় ২৫ জন মহিলাকে আয়বর্ধক প্রশিক্ষণ হিসেবে হাতে কলমে রান্না বিষয়ক বিভিন্ন উপাদন কিভাবে তৈরী হবে, সেবিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এতে সভাপতিত্ব করেন। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়