রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৩

নানিয়ারচরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

নানিয়ারচরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন চেঙ্গি নদীতে প্রশাসনকে পরোয়া না করে অবৈধভাবে দিনকেদিন বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

একাধিকবার উপজেলা প্রশাসনের অভিযান, সরঞ্জামাদি জব্দ ও জরিমানা করা হলেও থামানো যায়নি নদী ও পরিবেশ হুমকি সৃজনকারী এই  বালু উত্তোলন।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘উপর পুলিপাড়া’ এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে বালু উত্তোলন করে প্রায় ১৫ ফুট প্রস্থে পাহাড়সম স্তুপ গড়ে তোলা হয়েছে, যার উচ্চতা প্রায় ৬ ফুট। সেই স্তুপকৃত বালুর স্থানে কাউকে পাওয়া না গেলেও এলাকাবাসী জানায় এসব বালুর মালিক হলেন বালু ব্যবসায়ী ছগির।

সাংবাদিকদের মুঠোফোনের প্রশ্নের জবাবে ছগির তার বালু উত্তোলনের বিষয়ে অনুমোদন বা বালু উত্তোলনের বৈধতা নিয়ে সুস্পষ্ট তথ্যে অভাব রেখে জানায়, আমি মাত্র আজ থেকে মাত্র ২টি মেশিন চালু করেছি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়