নানিয়ারচরে অস্ত্র-গোলাবারুদসহ ইউপিডিএফ’র সেকশন কমান্ডার আটক
রাঙামাটির নানিয়ারচরে অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ (প্রসীত) দলের এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আটককৃতের নাম মনিশ চাকমা ওরফে সুনিল চাকমা (৪৫)। সে নানিয়ারচর উপজেলার ডিসান পাড়ার ব্রিশ চাকমার ছেলে।
জানা যায়, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউপিডিএফ (প্রসীত) দলের সেকশন কমান্ডার মনিশ চাকমার নেতৃত্বে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর (১০ বীর) সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ রোকন-উজ-জামান খান এর নেতৃত্বে একটি দল নানিয়ারচর থানা পুলিশসহ অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ০১টি ৩১৫ বোর রাইফেল, ০১টি ম্যাগজিন, ০৬ রাউন্ড গুলি, ০১টি ওয়াকিটকিসহ নিজ বাড়ি থেকে আটক হয় ইউপিডিএফ’র সেকশন কমান্ডার মনিশ চাকমা। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও গোলাবারুদসহ মনিশ চাকমাকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।