রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২৭, ৫ অক্টোবর ২০২৩

নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

রাঙামাটির নানিয়ারচরে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়” নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু-কিশোর বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে। এতে দুই শতাধিক রোগীর মাঝে এই স্বাস্থ্যসেবা দেয়া হয়।

এতে সার্বিক নেতৃত্ব ও পরিদর্শন করেন নানিয়ারচর জোন সুদক্ষ দশের মেজর মোঃ রোকন-উজ-জামান খান, এসবিপি, এসইউপি, পিএসসি, জেডএসও।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন প্রায়শই জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় এবং হতদরিদ্র জনগণের মাঝে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়