রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:৩৭, ৮ অক্টোবর ২০২৩

পর্যটন নগরী গড়তে পরিচ্ছন্নতার বিকল্প নেই: জেলা প্রশাসক

পর্যটন নগরী গড়তে পরিচ্ছন্নতার বিকল্প নেই: জেলা প্রশাসক

পর্যটন নগরী গড়তে পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। রবিবার (০৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আগামী ২০ তারিখ থেকে দেশের অন্যান্য এলাকার ন্যায় রাঙামাটির সনাতন ধর্মাবলম্বীরা রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব পালব করবে। এজন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে এক সাথে কাজ করতে হবে। জেলার পর্যটন শিল্পের উন্নয়নে শহর পরিছন্ন, বাল্য বিবাহ নিরোধ এবং মাদকদ্রব্যর অপব্যবহার রোধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এবং রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 

জনপ্রিয়