রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:১৪, ২ আগস্ট ২০২০

রাঙামাটি জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ৬ জন, মোট আক্রান্ত ৬৫৭

রাঙামাটি জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ৬ জন, মোট আক্রান্ত ৬৫৭

ফাইল ছবি 


নিজস্ব প্রতিবেদকঃ-  রাঙামাটি জেলায় নতুন করে আরো ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রাঙামাটি জেলায় মোট করোনা রোগীর সংখ্যা হচ্ছে ৬৫৭ জন।

রবিবার (২ আগস্ট) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) থেকে প্রাপ্ত ২৭টি রিপোর্ট থেকে এই নতুন ৬ জন করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডাঃ মো: মোস্তফা কামাল। এ নিয়ে রাঙামাটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫৭ জনে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) থেকে রিপোর্ট আসা পজিটিভ ৬ জনের মধ্যে- রাঙামাটি সদর থেকে ৪ জন ও কাপ্তাই থেকে ২ জন করোনা রোগী রয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডাঃ মো: মোস্তফা কামাল।

আজ পর্যন্ত রাঙামাটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮৩ জনে।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে রাঙামাটি জেলায় মারা গেছেন ১০ জন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়