রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৯:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২২

প্রবাসীদের সঞ্চয় করার পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কারও কাছে হাত পাতবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কারও কাছে হাত পাতবে না: প্রধানমন্ত্রী

২০২৩ সাল বিশ্বের জন্য সংকটের বছর হতে পারে আশঙ্কা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সঞ্চয় করার পরামর্শ দিয়েছেন। দেশে যেন এক ইঞ্চি জমি অনাবাদী না থাকে সেজন্য প্রবাসীদেরও ভূমিকা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১১টায় কুইন্স প্যালেস এবং এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনোরে আয়োজিত অনুষ্ঠানটি ঘিরে প্রবাসীদের ছিল উচ্ছাস ও উদ্দীপনা।

এসময় বিশ্ব পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী শঙ্কা প্রকাশ করেন, সামনের দিনগুলো আরও খারাপ সময় আসতে পারে।

কারো কাছে বাংলাদেশ হাত পাতবে না উল্লেখ করে, যত সংকট আসুক আত্মবিশ্বাস নিয়ে মাথা উচু করে চলতে হবে, বলেন আওয়ামী লীগ সভাপতি।

দু:সময়ে প্রবাসীরা পাশে দাড়ানোয় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়