রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ০৯:৫৮, ২০ মে ২০২২

বান্দরবানে বালু বোঝাই ট্রাক গভীর খাদে, চালক নিহত

বান্দরবানে বালু বোঝাই ট্রাক গভীর খাদে, চালক নিহত

বান্দরবানের থানচি উপজেলার জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক গভীর খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টার দিকে বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জনার কেওঁচিয়া ৭ নম্বর ওয়ার্ডের সামিয়ার পাড়া বাসিন্দা মো. মুসা (৫৫)। তার বাবার নাম সা‌লেহ আহম্ম‌দ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বান্দরবান থেকে নির্মাণকাজে ব্যবহৃত ট্রা‌কে ক‌রে সিলেকশন বালু থানচিতে নেওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক‌টি গভীর খাদে পড়ে যায়। এ সময় চালক মো. মুসা ঘটনাস্থলে নিহত হন।

খবর পে‌য়ে আইন-শৃঙ্খলা বাহিনী হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের মালিক মো. সেলিম। তাকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, বালুবোঝাই একটি ট্রাক থানচি আসার পথে জীবননগরে গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা তাদের উদ্ধার করেছি। হতাহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়