কেএনএফ’র সন্ত্রাসীদের পুতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ১, আহত ১

বান্দরবানের থানচি বঙ্কুপাড়া এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সন্ত্রাসীদের পুতে রাখা মাইন বিস্ফোরণে মোঃ রাশেদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুলাল নামের আরেকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) আনুমানিক সকালের দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
জানা যায়, মঙ্গলবার সকালে নবনির্মিত সীমান্ত সড়কের পাশে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এ সময় হঠাৎ মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই রাশেদ মারা যান এবং দুলাল আহত হন। পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের ধারণা সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য এই ধরনের পরিকল্পিতভাবে বিস্ফোরক তারা পুতে রেখেছে। যার কারণে বর্তমানে সাধারণ মানুষ এ পরিস্থিতির শিকার।