রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৮:২৫, ২৬ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

মাঝ বয়সের বাড়াবাড়ি

মাঝ বয়সের বাড়াবাড়ি

(১)
তুমি আর আমি - আছে শুধু বিস্মৃত নীড়
নতুন-পুরাতন সময়ে ভালোবাসা সুনিবিড়।
মনে আছে? ভালোবেসে ছিলে ভীষন সেদিন হতে
দিয়েছি যেদিন লালটকটকে গোলাপ
নির্বোধ আমি ও জেনে গেছি সব 
প্রকাশিত অপ্রকাশিত ভালোবাসার সংলাপ।

(২)
আজো আমি আচমকা খুজিঁ গায়ে লাগিয়ে বসন্ত বাতাস 
ঝড়া পাতার মাঝে মলিন ধূসর স্মৃতির এক রহস্যের আভাস
অথচ ক্লান্ত চোখ ভাঁজ পড়া মুখ আর সাদাপাকা দাড়ি
অপেক্ষায় থাকি মৃত্যুর চেয়ে ও কঠিন অপেক্ষায়
তুমি আসবে, পড়নে নীল শাড়ী, 
ধূসর জালে সমস্ত ভালোবাসা আটকে আছে মাঝ বয়সে
সে এক কঠিন বাড়াবাড়ি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়